কবিতা

ভাড়াটে খুনির জবানবন্দি : আকিব শিকদার

এক হাতে পিস্তল, অন্য হাতে রামদা
জীবন্ত মানুষ কুপিয়ে করেছি ছাতু
কচু কোপানোর কায়দায়। বাহুতে তখন ছিল বল।
এখন দীর্ঘশ্বাসে ভাবি- এ জগৎ এমন কেন…!
প্রয়োজন ফুরিয়ে গেলে
ফেলে দেয় থুথু মেরে, যেন চুইংগামের কষ।

কিছু সুখস্মৃতি ভুলতে চাইলেও মাছের কাঁটার আদলে
বিঁধে থেকে গলায় অকারণে মনে পড়ে।
মনে পড়ে মিছিলে ককটেল, আদালতে
মিথ্যা জবানবন্দি, সাত খুন মাফ। মন্ত্রী আমায় পরালেন
নিজহাতে ফুলের মালা।
ভাড়াটে খুনি থেকে প্রমোশন পেয়ে
নামিডাকি নেতা, একেই বলে বীরভোগ্যা বসুন্ধরা।

তারপর এই অধঃপতন। পড়ে আছি অসহায়
পাহাড়ি গোহায় আহত সিংহ, বুকভরা
ক্ষত আর ক্রোধ। ক্ষমতা ফুরিয়ে গেলে এমনই কি হয়…!
জগৎ বড়ই রহস্যময়…! হাতি কাদায় দেবে গেলে
চামচিকারাও মারে লাথি। মুমূর্ষু বাঘের লেজ টেনে
ভেংচি কাটে রাঙামুখো বানর।
বীরত্বে পড়ে ভাটা, তেল ফুরালে যেমন
নিভে যায় বাতি। বাঘের বজ্রকণ্ঠ কালান্তে বিড়ালের মিউ…
এ জগৎ এমন কেন…!