ঠিক কতোটা ভালবাসা পেলে, ঠিক কতোটা
কাছে আসলে হৃদয় হারায় সীমানা,
ঠিক কতোটা সোহাগ পেলে, ঠিক কতোটা
যত্নে প্রাণ হয় চঞ্চলা, আজও অজানা।
ঠিক কতোটা শূন্যতা থাকলে, ঠিক কতোটা
কষ্ট চলে আসলে বিচ্ছেদ হয়, বাড়ে যন্ত্রণা,
ঠিক কতোটা অবহেলা পেলে, ঠিক কতোটা
অসম্মান সহ্যের সীমা হারায়, আজও অজানা।
ঠিক কতোটা আগুন জ্বললে, ঠিক কতোটা
পুড়ালে হৃদয় হয় অংগার, নিঃস্তব্ধ বাক্যহারা,
ঠিক কতোটা জোয়ার এলে, ঠিক কতোটা
ঢেউ জাগে মধ্য দরিয়ায়, আজও অজানা।
ঠিক কতোটা ঝড়ে লণ্ডভণ্ড হয়, ঠিক কতোটা
উলোটপালোট হয় এই বসতভিটা,
ঠিক কতোটা বৃষ্টি এলে শ্রাবণে, ঠিক কতোটা
বর্ষণে ময়ুরী পেখম মেলে, আজও অজানা।
ঠিক কতোটা পথ পেরিয়ে গেলে, ঠিক কতোটা
পথের শেষে মিলে ভালবাসার সীমানা,
ঠিক কতোটা রক্তক্ষরণ হলে, ঠিক কতোটা
ক্ষতের পর প্রেমের সার্থকতা, আজও অজানা।
আপনার মন্তব্য লিখুন