কবিতা

কেনো গো মিথ্যে হবে! : জাহীদ হোসেন

যতদিন ভবে, জোড় শালিকের নৃত্য চোখে পরে
যতদিন ভবে ‘বউ কথা কও’পাখিরা যাবে ডেকে
যতদিন ভবে, কোকিলারা কুহু কুহু ডেকে যাবে
আমার ভালবাসা ততদিন,কেনোগো মিথ্যে হবে!

যতদিন ভবে, ময়ুর-ময়ুরী পেখম তুলে নাচে
যতদিন ভবে, জোড় বাধে পরিযায়ী দুই হাঁসে
যতদিন ভবে, পদ্ম বিলে শাপলা-শালুক ভাসে
আমার ভালবাসা ততদিন,কেনোগো মিথ্যে হবে!

যতদিন ভবে, কবিতা হবে ঐ দ্রোহের হাতিয়ার
যতদিন ভবে, শহিদ মিনার, হয় প্রতিবাদের ঝড়
যতদিন ভবে, একতারা হাতে বাউল সুর তোলে
আমার ভালবাসা ততদিন,কেনোগো মিথ্যে হবে!

যতদিন ভবে, পদ্মার জল বহমান রয়ে যাবে
যতদিন ভবে, ফসলের মাঠে কৃষাণির হাসি রবে,
যতদিন ভবে, মায়ের মুখে সুখের হাসি পাবে
আমার ভালবাসা ততদিন,কেনোগো মিথ্যে হবে!

যদি কখনো, যাই চলে আমি দূর হতে বহুদূরে
কিংবা যদি চলে যাই আমি ভিন্ন কোনো গ্রহে,
আকাশের ঐ নক্ষত্র যদি মিটমিট করে জ্বলে
আমার ভালবাসা ততদিন,কেনোগো মিথ্যে হবে!

তারিখঃ ২৩/০৭/২০২২

আপনার মন্তব্য লিখুন

Click here to post a comment