কবিতা

এখনো প্রাণ আছে : জাহীদ হোসেন

রাজপথে পরে ছটফট করছে কিছু মানব দেহ
ধীরে ধীরে রক্ত জমাট বাধছে, কাছে নেই কেহ,
ঘাতক ট্রাকটির গতি আরও বাড়ছে আরও
এদেশে ঘাতকেরা চিহ্নিত হয়নি, হবেনা আজও।

রক্ত গড়িয়ে চলে, কোলাহল বাড়ে ক্রমাগত
রাজপথ খামছে ধরে আছে এক শিশু অনাগত,
স্বর্গ থেকে মর্তে এসেছে প্রাণ, কী দারুণ দেখতে
মৃত মায়ের পেট চিড়ে, বাবার রক্তে রাঙিয়ে।

জনতার ভীড় বাড়ে ক্রমশ, রক্ত গড়িয়ে চলে
সহসা চিৎকার জনতার, প্রাণ আছে-প্রাণ আছে
সবাই মরেনি, ঘাতক লক্ষ্যভ্রষ্ট, নতুন প্রাণ আছে
কোথায় সেই নতুন প্রাণ, খুঁজে হয়রান সকলে।

সবাই মরলে মানবজাতি বিপন্ন হবে
সবাই ঘাতক হলে মানবতা বিপন্ন হবে,
অবহেলা অনাদরে এই শিশু উঠবে বেড়ে
তারপর এই রাজপথ খাবে, সভ্যতা খাবে।