আমার যতো অভাব আছে সাজিয়ে রাখি তাকে
স্বভাব দোষের অভাবগুলো ফিসফিসিয়ে হাসে,
টাকার অভাব ঘুচবেনা মোর জীবন আছে যেথা
এই অভাবটা মেটানোর আর চেষ্টা করাই বৃথা।
নৈতিকতা পালিয়ে বেড়ায় সময় সুযোগ বুঝে
স্বার্থটা হাসিল হলেই ফিরে আপন রূপে,
বাহিরটা মোর ধবল ধোলাই অন্তরেতে বিষ
মধুমাখা সুরগুলো সব, হাসে ফিস-ফিস।
চরিত্রটা বেজায় ভালো, সনদ মোতাবেক
লেখা আছে, কু-কর্মের হয়নি অভিষেক,
সাক্ষী-প্রমাণ যোগাড় করার সাধ্য আছে কার?
বুক ফুলিয়ে করে যাবো, ভালোর অহংকার।
ভালবাসার অভাব নাই মোর, সর্বলোকে জানে
আমার ভালবাসার কাছে, ‘মজনু’ও হার মানে।
ভালবাসার শুরু কবে, সঠিক জানা নাই
সংখ্যাগুলো যাচ্ছি ভুলে, লেখাজোকাও নাই।
অভাব অভাব করে আমার জীবন হলো পার
অভাব আমার স্বভাব দোষের, দূর হবে না আর,
অভাব আমার চিরসাথী, অভাব ভালবাসি
চোখের অভাব,মনের অভাব সবকিছুতে ফাঁকি।
আপনার মন্তব্য লিখুন