কবিতা

কেউ কী আছো! : জাহীদ হোসেন

কেউ কী আছো! মানবতা বন্দী যখন আজি
‘৫২-এর সাহস নিয়ে জোরসে আঘাত হানি।
দমকা হাওয়া, ঝড়ো বাতাস অন্ধকারে ছেয়ে,
জীবনটাতো ওলট পালট, দিন যাচ্ছে বয়ে।

কেউ কী আছো! আনবে বয়ে নতুন ছবি আঁকা
‘৬৯-এর আন্দোলনে আসাদ রক্তমাখা।
তারই পথে সবার সাথে, আলোর মিছিল নিয়ে
আঁধার রাত ঘুচে গেলেই আলোর সকাল পাবে।

কেউ কী আছো!বদ্ধদুয়ার খুলবে আলোর হাতে
‘৭১-এ চাষা-মজুর মুক্তিসেনা সাজে।
বাঁচার মতে বাঁচতে হলে তুলতে হবে মাথা,
চলতে হবে সাহস নিয়ে, পথটা হলেও বাঁকা।

কেউ কী আছো! আনবে বয়ে নিত্য-নতুন খবর,
‘৯০-তো এনেছিলে একটা সুযোগ জবর।
জাগবে আশা নতুন করে, মোদের মনের মাঝে
সাহস আবার উঠবে জেগে, পাঁজর ভাঙ্গা বুকে।

কেউ কী আছো! শিকলছিড়ে এগিয়ে যেতে চাই
‘জাগো বাহে’ -করবো এবার, মানবতার লড়াই।
হাত ধরে সব চললে তবেই, পাবো পথের দিশা ,
আলোর পরশ মাখবো গায়ে, কাটবে অমানিশা।

আপনার মন্তব্য লিখুন

Click here to post a comment