কবিতা

আপন-পর : জাহীদ হোসেন

তোমাকে খুঁজতে খুঁজতে আজ হারিয়ে ফেলেছি জীবনের আসল সত্যটা,
তোমাকে বুঝতে বুঝতে আনমনে মুছে ফেলেছি
জীবনের রঙিন স্বপ্নটা।

তোমার সাথে চলতে চলতে আবছা হয়ে গেছে জীবনের রংমাখা আল্পনা,
তোমার সুরে সুর মেলাতে গিয়েই ভুলে গেছি আসল সুরের ব্যঞ্জনা।

তোমার সাথে সকল ভুল শোধরাতে ভুলে গেছি জীবনের আসল ভুল,
শেষ বিকেলে পরিযায়ীর বেশে নীলে ভেসেছি
দিয়েছি ভুলের মাশুল।

তোমার সাথে দৌড়াতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছি জীবনের অনেকটা সময়,
গাংচিলের ডানায় উড়তে গিয়ে হারিয়ে ফেলেছি জীবনের আসল পরিচয়।

তোমার সাথে স্বপ্নছবি আঁকতে অসহিষ্ণু হয়েছি
ভেঙে গেছে ধৈর্যের বাঁধ,
সময়ের বুকে আঁচড় কাটতে গিয়ে হারিয়েছি জীবনের সকল সাধ।

তোমার সাথে জীবনের সুর মিলাতে হারিয়েছি
জীবনের আসল সুর
নিদারুণ বিভীষিকায় দাবানলের মতো জ্বলেছি
চিনেছি আপন-পর।