কবিতা

১লা বৈশাখঃ একটি আলোর ভোর | জাহীদ হোসেন

১লা বৈশাখে
নড়াইলবাসী জেগে উঠে নতুন আলোর ভোরে,
বেদনার বালুচরে, প্রজাপতি করে খেলা
গ্রামের হাটে বসেছে আজ ফুলকলিদের মেলা।

নববর্ষের প্রাতে
কিশোরীরা সাইকেলেচড়ে ছুটছে গ্রামের পথে,
সবাই অবাক হয়, মানুষের মংগলে
নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছে সাইকেল র‍্যালিতে!

বালিকাদের বড়ো মন
বছর ধরে ভালো থেকো তোমরা সকল বন্ধুগণ,
অতীতের সকল কষ্ট ভুলে এগিয়ে যাবো মোরা
স্রস্টার হাতে নারী ও পুরুষ একই মাটিতে গড়া।

আলোর ফেরিওয়ালা
মুঠোভরা আলো নিয়ে ওরা,ঘুরছে সকাল বেলা,
মনের দুয়ার খুলে বলছে, শুভেচ্ছা অবিরাম
কাল বৈশাখীর হুশিয়ারী ভুলে গাইছে নতুনগান।

চালকের আসনে নারী
ভবিষ্যতে তোমরাই হবে বিজয়ের কান্ডারি,
ভূবণ জয়ের পথটা তোমাদের ভীষণ ভয়ংকর
শক্ত হাতে বাঁধিবে তোমরা জীবনের খেলাঘর।