কবিতা

মিলতো খুঁজে পাই : জাহীদ হোসেন

মিল খুঁজে পাওয়া বোনদের মাঝে লেখক

গারোপাহাড়ের বুক চিড়ে ঐ দাঁড়িয়ে থাকা টিলা
মায়ের কোলে শিশু যেনো প্রকৃতির এক লীলা।
গারো-হাজং সম্প্রদায় আর আরও কতো নাম
পাহাড়টাকে মাতিয়ে রাখে, হাসি অবিরাম।

বন-বাঁদাড়ের প্রাণী আর বনপাখিদের মেলা
তাদের পিছে হন্যে হয়ে কাটায় সারা বেলা।
আশা তাদের ছোটো আর লোভ-লালসায় হেলা
মোদের যেমন দালানকোঠা, ওদের আছে টিলা।

আমায় দেখে বললো ওরা, চেনা চেনা লাগে
চেহারাটা বলে দিচ্ছে হাজার বছর আগে,
তুইও ছিলি হয়তো কোনো কাছের সম্প্রদায়
তোর শরীরের গঠন-গাঠন, মিলতো খুঁজে পাই।

কি যে বলো, হাজার বছর সে তো অনেক দূর
আমি আজও তোমাদেরই আপন সহোদর।
পথ হারিয়ে রয়েছি দূরে, আপন চিনি নাই
টিলার মাঝে মাটির ঘরে আপন খুঁজে পাই।

হাজার বছর আগের সেই হারিয়ে যাওয়া ভাই
চিহ্নগুলো মিলিয়ে দেখো, মিলবে পরিচয়।
মানবতার হাতটি দিয়ে জড়িয়ে মোরে ধরো
মানুষ আমি সবার আগে, সেই পরিচয় বড়ো।