আমি বদলে যাবো না।
তোমায় কথা দিয়েছিলাম
আমি বদলে যাবো না।
যখন আকাশে ঝড় ছিল
মাটি হয়ে নির্লিপ্ত ছিলাম
তবুও বদলে যাইনি।
ভালোবাসার চৌকাঠ পেরিয়ে যাইনি।
সদর দরজা খোলা ছিল
তবুও বদলে যাইনি।
ভালোবাসার ঘাসগুলো
মুঠোয় নিয়েছি আমি
আমি তাণ্ডবে ভেঙে পড়িনি
তুমিও না।
তুমিও বদলে যাওনি
আমিও না।
আমি এখন ঘাসফড়িংয়ের
নৃত্য দেখি
টুনটুনি আর ময়না টিয়ার
পাশে থাকি।
জুড়াই এ ফাঁকা অন্তর।
ঝড় নেই, বাতাস নেই।
তুমিও নেই।
তবুও আমি বদলে যাবো না।
আপনার মন্তব্য লিখুন