আমি পৃথিবীর ইতিহাসে গণহত্যার সেই জঘন্যতম কালরাত!
আমি ‘অপারেশন সার্চলাইট’ এর নামে বিভৎস লাশেদের আর্তনাদ!
আমি ডেইলি টেলিগ্রাফ সাইমন ড্রিং-এর কলমে
রক্তের ঘড়িতে নরকের রাত এক’টা
আমি পাক বাহিনীর আগুনে ঝলসে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রাণ দশ’টা
আমি জহুরুল হক হলে বুলেট ঝাঁঝরা দুই শত ছাত্রের বুক
আমি রোকেয়া হলে রক্তে ভাসা তিন শত ছাত্রীর মরা মুখ
আমি রাজারবাগে আগুনে ভস্মীভূত বাংলা মায়ের এগারো’শ পুলিশ সন্তান
আমি অর্ধলক্ষ নিরস্ত্র বাঙালির রক্তে ধোয়া পিলখানা আর নীলক্ষেত শ্মশাণ
আমি লাশের হিমালয়ে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর সেই গর্জে উঠার আহ্বান
আমি শোকের ভেতর বারুদ হয়ে ভূমিষ্ঠ হওয়া লাল সবুজের উপাখ্যান।
২৫-০৩-২০১৭ খ্রিঃ
আপনার মন্তব্য লিখুন