কবিতা

নয়না | আবু সাঈদ সরকার

রবীন্দ্রনাথের কবিতা পড়তে পড়তে হঠাৎ যদি কোন দিন তোমাকে খুঁজে পাই
যদি বলি পলক সময়ের জন্য বেড়িয়ে এসো কবিতা থেকে
শুধু এক গুচ্ছ কদম ফুল দেবো
তুমি কি কবিতা থেকে বেড়িয়ে
কদম গুচ্ছ নেবে?

জোৎস্না বিলাসের কোন এক চাঁদনি রাতে চাঁদ দেখতে দেখতে
যদি চাঁদের ভেতর তোমাকে খুঁজে পাই যদি বলি এক মুঠো আলো দাও
আমি অন্ধকার ধুবো
তুমি কি দেবে?

মধ্য রাতের উদাসি বৃষ্টিতে ভিজতে ভিজতে যদি কোন দিন তোমার কথা মনে পড়ে
যদি মুঠোফোন বাঁজিয়ে এপার থেকে বলি
বৃষ্টি ছুঁয়ে দাও আমি তোমাকে ছুঁবো
তুমি কি ছুঁয়ে দিবে?

যদি ভুলে যাবার অনেক বছর পরও আমাদের দেখা হয় যদি পুরোনো সেই একই হাসি নিয়ে অভ্যর্থনা জানাতে গিয়ে বলি কেমন আছো?
তুমি কি নয়নে নয়ন রাখবে?

২২-০৫-২০১৮ খ্রিঃ