কবিতা

মুক্তিসেনার এই বিজয় | ইসমাইল জসীম

পূবাকাশে সূর্য উঠেছে
নীলের মাঝে রক্তলাল,
আজ আমাদের স্বাধীনতার
অর্ধশত-সুবর্ণ কাল।

শৌর্যে বীর্যে জ্ঞান গরিমায়
আকাশ ছোঁয়া গৌরবে,
দেশমাতা আজ সুবাস ছড়ায়
আপন কীর্তি-সৌরভে।

প্রগতি আর উন্নয়নে
দেশের সুনাম অনেক দূর,
আজ বিজয়ের সুবর্ণে তাই
প্রাণে বাজে মধুর সুর।

সুরের তানে ভোরের আলো
ছড়াক দ্যুতি সর্বময়,
লক্ষ ভাইয়ের রক্তে কেনা
মুক্তিসেনার এই বিজয়।