কবিতা

ভালোবাসি বললেই | রুমানা পারভীন রনি

ভালোবাসি বললেই
রুমানা পারভীন রনি

ভালোবাসি বললেই ভালোবাসা হয় না
আবার না বললেও ভালোবাসা হয়ে যায়
চোখের তারায় লেখা থাকে প্রিয় মানুষের নাম
হোকনা সে কাছে কিবা দূরে হারায়।

ভালোবাসি বললেই ভালোবাসা হয় না
আবার না বললেও কখনো ভালোবাসা হয়ে যায়।
প্রিয় নামটা মনের ঘরে বসত গেড়ে বসে
প্রিয় মানুষটা কখনো অবুঝ হয়ে যায়।

ভালোবাসি বললেই ভালোবাসা হয় না
না বললেও কিন্তু ভালোবাসা হয়ে যায়
ঠিক তোমার আমার মতো
কেউ বলিনি ভালোবাসি,তবুও ভালোবাসা হয়ে গেছে।