অণুগল্প

চোখের মায়া… | রুমানা পারভীন রনি

তুমি কখনো কারো
চোখের খুব গভীরে চোখ রেখে দেখেছো?
দেখছো সেখানে সুখগুলো পদ্ম হয়ে ফোঁটে
দুঃখগুলো মাছের মত সাঁতরে চলে অবিরত
হতাশা দল বেঁধে চোখ সায়রে জলকেলি করে
আশা ঘন কুয়াশায় হারিয়ে যায়?
তুমি দেখেছো কোন দিন
চোখের খুব গভীরে চোখ রেখে?
চোখেরই নাম আরশীনগর
এই চোখেই কত কথা খেলা করে
কত কথা বলে যায়
কত স্বপ্নের ছবি আঁকে
কতবার স্বপ্ন ভাঙ্গার প্লাবনে ভাসে।

চোখের মায়া…
রুমানা পারভীন রনি