ভোকাট্টা ইচ্ছে
রুমানা পারভীন রনি
বুকের ভিতর কিছু ইচ্ছেরা
ঘুরে বেড়ায় ভোকাট্টা ঘুড়ির মতো।
ইচ্ছেগুলো প্রতিনিয়ত ধুঁকে ধুঁকে
মরে আমারই অজান্তে।
না, দৈন্যতার জন্য না
শুধু একটা তুমির অভাবে
আমার সমস্ত ইচ্ছেরা
আজ মৃতপ্রায়।
যদি একটা তুমি থাকতে
সেই তুমিকে নিয়ে আমার
সব ইচ্ছেগুলোকে পূরণ করে নিতাম।
স্বপ্নরা আর গুমরে কাঁদতো না
না পাওয়ার বেদনায়,
আকাশ ছুঁতে না পারায়।
যদি একটা তুমি থাকতে
তাহলে সেই তুমির হাতটা ধরে
ঘুরে বেড়াতাম শহরের এ প্রান্ত থেকে ওপ্রান্ত।
ভিজতাম ঝুম বৃষ্টিতে
টিনের চালে বৃষ্টির শব্দ শুনতাম
গভীর রাত পর্যন্ত জেগে।
একটা তুমি থাকলেই
বায়না করতাম দুহাত ভর্তি চুড়ি কিনে দিতে,
একশটা বেলীর মালা,
আঁচল ভর্তি কৃষ্ণচূড়া,
এক গোছা রজনীগন্ধা
আর এক উঠোন শিউলির জন্য।
একটা তুমি থাকলে
মাঝরাতে দুমগ কফি বানিয়ে
ছাদে যেতাম জ্যোৎস্না দেখতে
পিঠে পিঠ লাগিয়ে বসে
রাত পার করে দিতাম ঝিঁঝিপোকার ডাক শুনে
দেখতাম ভোরের সূর্যোদয়।
একটা তুমি থাকলে বেশ হতো,
চষে বেড়াতাম টেকনাফ থেকে তেঁতুলিয়া
পৃথিবীর রুপ দেখতাম দু চোখ ভরে।
ইচ্ছেরা প্রাণ ফিরে পেত নতুন করে
স্বপ্নরা আর মনের ঘরে গুমরে মরতো না
আর আমি বাঁচতাম তোমায় ঘিরে।
আপনার মন্তব্য লিখুন