অণুগল্প

বৃষ্টি বিলাস | রুমানা পারভীন রনি

বৃষ্টি বিলাস
রুমানা পারভীন রনি

ঝুম বৃষ্টি,
আকাশের গায়ে আজ ধূসর চাদর,
যেন আজ সারাদিন ঝরলেও ঝরা শেষ হবে না।
শাহবাগের জনসমুদ্র হঠাৎ নিশ্চল নিশ্চুপ!
হঠাৎ মনটা কেমন যেন খালি খালি হয়ে গেল।
ঘরে ফিরতে ফিরতে ইচ্ছে হলো না।
রিকশাওয়ালা মামাকে বললাম, যাবেন?
মামা তার দাঁত বের করে হেঁসে বললো, কই যাবেন?
আমি বললাম, জানিনা।
নির্দিষ্ট জায়গা নেই, যতক্ষণ বৃষ্টি থাকবে আমি ঘুরবো, ভিজবো।
মামা বললেন,চলেন।
আমি রিকশায় উঠে হুড ফেলে দিলাম।
রিকশা একে একে টিএসসি, পলাশী, ফুলার রোড,
দোয়েল চত্বর, রমনা তারপর কোথায় কোথায় ঘুরে ক্রিসেন্ট লেকের পাড়ে।
আমি ঝুম বৃষ্টিতে ওখানেই ভিজতে থাকি।
সেদিন খুব বেলীর মালা খুঁজেছিলাম
খোঁপায় পরবো বলে,পাইনি।
তার বদলে পেয়েছিলাম কিছু কদম।
মনেমনে কাউকে খুব খুঁজেছিলাম,
কিন্তু তাকে পাইনি কাছে।
একা একা ভিজে একসময় ফিরতি পথ ধরলাম।
হাতে একগুচ্ছ কদম নিয়ে
মনে মনে গাইছি,
“এসো নীপবনে ছায়াবিথী তলে,
এসো করো স্নান নবধারা জলে…