কবিতা

বিপরীতে ভালোবাসা | রাজিব হাসান

বিপরীতে ভালোবাসা
****************
তোমায় ভালোবাসি ব’লে
তুমি মনে মনে এটাই ভাবো,
তোমার চন্দ্রমুখ না দেখিলে
আমি বুঝি মরেই যাব।

ঘুঘু চরবে আমার বাড়ি
উনোনে চড়বে না হাঁড়ি,
বৈদ্যেতে পাবে না নাড়ি
আমি অন্তিম দশায় খাবি খাব?

এখনই ইস্তফা দেব তবে
যা হবার তা হয়েই গেল,
তুমি যদি না ভালোই বাসো
তবে আমার বয়েই গেল।

ডাকলে তোমার পাই না সাড়া
নাই কি কেউ আর তুমি ছাড়া?
এখনো গোঁফ জোড়াতে দিলে চাড়া
তোমার মতো আরও অনেকে দেয় ইশারা।

রাজিব হাসান
মগবাজার, ঢাকা
১২/০৯/২০২০ ইং
ছবিঃ গুগল থেকে নেওয়া।