ছড়া

ইচ্ছেঘুড়ি | বিশাল বসাক

-: ইচ্ছেঘুড়ি :-

স্বপ্ন কে আজ বানিয়ে ঘুড়ি
উরিয়ে দিলাম আকাশ পানে
কুড়িয়ে কিছু কাকর নুড়ি
হারিয়ে যাবো রাতের গানে
ইচ্ছেপাখি মেলে ডানা
উড়বে সুখের কল্পনায়
আবেগ গুলি প্রকাশ পাবে
সাদা পালকের আল্পনায়
যাত্রা হবে সময় স্রোতে
নেইকো যার কোনো সীমা
মিলন হবে মেঘের দেশে
ডাকবে যখন ওই নীলিমা

– বিশাল বসাক

আপনার মন্তব্য লিখুন

Click here to post a comment