ফেসবুক স্ট্যাটাস

কামরুজ্জামান কামুর পোস্ট থেকে

সঞ্জিব চৌধুরী জীবিত থাকতে তাঁর উৎসাহে আমি কয়েকটা গান লিখছিলাম। প্রচুর গান না লিখলে এবং সুর না করলে কারও নিজের রূপ দাঁড়ায় না। সেগুলো কণ্ঠশিল্পীর নামেই বাজারে চলতে থাকে। আমার লেখা গানগুলাও যথারীতি সঞ্জিব দা’র নামেই বাজারে চলে। এ নিয়া আমার কোনো দুঃখবোধ নাই। আমি বরং জীবনে একটু স্থিরতা যদি আসে তাহলে হাজার হাজার গান রচনার গোপন বাসনা হৃদয়ে পোষণ করি। সঞ্জিব দা’র কারণে শুরুটা যে করছিলাম, সেইটাও আমার কাছে মূল্যবান হয়ে আছে।