ফেসবুক স্ট্যাটাস

মাসুদ কামালের পোস্ট

‘যুবলীগের দায়িত্ব দেয়া হলে জগন্নাথ বিশ্ববিদ্যালযের ভিসি ড. মীজানুর রহমান তা সানন্দে গ্রহণ করবেন, আর এমনকি ভিসি’র পদ পর্যন্ত ছেড়ে দেবেন।’ –
এই সংবাদটি নিয়ে দেখি বেশ হইচই পড়ে গেছে। সমালোচনা হচ্ছে, কৌতুক হচ্ছে।

আমি কিন্তু মীজান সাহেবের কথায় মোটেই অবাক হইনি। উনি ভুল কি বলেছেন? উনি এখনই কি যুবলীগের সঙ্গে নেই? যুবলীগের বর্তমান কমিটির প্রেসিডিয়াম সদস্য তিনি। এই পদে থেকেই তিনি পালন করছেন একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি’র দায়িত্ব। এ নিয়ে তো কোন সমস্যা হচ্ছে না। এখন যারা হইচই করছেন, তাদেরকেও এ নিয়ে কিছু বলতে শুনিনি।

তাহলে সমস্যাটা কোথায়? ভিসি পদ ছেড়ে দেয়ার মাধ্যমে যে মহান ত্যাগ উনি করতে চাইছেন- তা নিয়ে আপত্তি? নাকি যুবলীগের সভাপতির মত বিশাল দায়িত্ব গ্রহণের আগ্রহ প্রকাশ নিয়ে সন্দেহ?

জাতি হিসাবে আমরা বোধকরি একটু পরশ্রীকাতর। সবকিছুতেই খুঁত খুঁজে বেড়াই। মানুষের মহৎ উদ্দেশ্যের মধ্যে পর্যন্ত ধান্দা দেখতে পাই!