প্রবাস জীবন

আবরার হত্যার বিচার চায় পিডিআই কানাডা

আখিল সাহা, কানাডা থেকে

শুক্রবার কানাডা থেকে সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানান এর যুগ্ম আহ্বায়ক আজিজুল মালিক ও বিদ্যুৎরঞ্জন দে।

হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে সাধারণ ছাত্রদের গড়ে তোলা আন্দোলনের প্রতি তারা একাত্মতা ঘোষণা করেন ও দ্রুত বিচার দাবি করেন। একইসঙ্গে আবরার ফাহাদের পরিবারের সদস্যদের জন্য শোক ও সমবেদনা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নীতি-নৈতিকতাবিহীন ভোগবাদী রাজনীতিচর্চার কারণে তরুণ সমাজের মধ্যে অর্থলোলুপতাসহ নানা ধরণের বিভ্রান্তির জন্ম নেয় ও তারা সমাজবিরোধী কর্মকাণ্ডে যুক্ত হয়। এ জাতীয় হত্যাকাণ্ড সেসবেরই বহিঃপ্রকাশ।’

‘এই সমস্ত ঘটনার জন্য ছাত্র-রাজনীতি দায়ী নয়, দায়ী রাজনীতির দুর্বৃত্তায়ন ও গডফাদারদের অসুস্থ রাজনীতি-চর্চা। মুক্তিযুদ্ধের প্রকৃত মূল্যবোধসহ সুস্থ গণতান্ত্রিক রাজনীতিচর্চা-ই একমাত্র এসবের সমাধান।’