অন্তর কথন ছড়া

গীতিকবি সুশান্ত কুমার রায়ের পাঁচটি ভাওয়াইয়া

ভাওয়াইয়া গান-১
সুশান্ত কুমার রায়

দিন গেইল কি আর
আসিল দিন কিরে ভাই, যুগ-যামানা এমন হইছে
মানুষত আর মানুষ নাই।।

খুন-খারাপি মিছে কতা
কতায় কতায় মনোত ব্যথা
কারো মনোত কাঁইয়ো নাই।।

ভবের হাট ভবের বাড়ি
সোগে থাইকপে এমনি পড়ি
কারো কোনো উপায় নাই।।

দিন গেইল কি আর
আসিল দিন কিরে ভাই, যুগ-যামানা এমন হইছে
মানুষত আর মানুষ নাই।।

ভাওয়াইয়া গান-২
সুশান্ত কুমার রায়

বন্ধুধন, সোনার চাঁন্দ একবার আসি ঘুরি যান, খায়য়্যা যান গুয়্যা পান শুনি যান ভাওয়াইয়া গান।।

বন্ধুধন, রসিক চাঁন্দ
একবার আসি ঘুরি যান, রংপুরিয়া ভাওয়াইয়া গান পরাণ ভরি শুনি যান।।

নমরুদ্দিনের দোতরার ডাং ফাটে হামার হিয়া পরাণ, আব্বাস ভাইয়ের ভাওয়াইয়া গান জুড়িয়া যায় মন-প্রাণ।।

বন্ধুধন, সোনার চাঁন্দ রংপুর আসি ঘুরি যান, কছিমুদ্দিনের ভাওয়াইয়া গান পরাণ ভরি শুনি যান।।

ভাওয়াইয়া গান-৩
সুশান্ত কুমার রায়

আজি গোসা হইলেন ক্যানে বন্ধু বেজার হইলেন ক্যানে,
মন কান্দে মোর তোমার কতা শুনি না জানে মোর মনে।।

আজি গোসা হয়া পর করিলেন
মন গেইল মোর আউলিয়া,
বাপো গেইছে মাওয়ো গেইছে মোর না পাইম থাকির তোমাক ভুলিয়া।।

আষাঢ় মাসের দ্যাওয়ার মতোন ঝরে মোর হিয়া,
গোসা করিয়া চলিয়া গেইলেন চোখের জল ফ্যালেয়া।।

ভাওয়াইয়া গান-৪
সুশান্ত কুমার রায়

ও মুই কি কং আর
দুঃখেরো কতা,
ওরে মোর কতার বলে
দামে নাই এলা।।

মুই আছিনুং রূপেরো মাইয়্যা- দূর দ্যাশ থাকিয়্যা যায়্যা হাজার টাকা পণ দিয়্যা
মোক সুন্দরী করিলেনও বিয়্যা।।

নয়া বউ গুল্যার হইচে যেমন- কতার বাহাদুরী
মুই বুড়িটা উস্কে ঝামেলা কারো কতা আর না পাং খুলি।।

গলার হার বেচেয়া মুই- পরিছংও ছেড়া শাড়ি
বুড়ি বয়সে আজো মুই
অবোলা নারী।
ভাবের পতিধন ভাবেতে
মোক ফ্যালেয়া গেইলেন যে
আর কতকাল থাকিম একেলা।।

ভাওয়াইয়া গান-৫
সুশান্ত কুমার রায়

আমরা গাড়িয়াল মইষাল ভাইয়্যা॥ গাড়ি চালাং গাড়িয়াল বন্ধু রংপুরিয়া ॥

মুই গাড়িয়াল গাড়ি চালাং গরুর জানোং মায়া-
পাকা রাস্তা দিয়া আরো ঘান্টি বাজেয়া,
নাইওরি আনির যাং ও মুই
গাড়ি সাজেয়া,
আমরা গাড়িয়াল মইষাল ভাইয়্যা॥

মুই গাড়িয়াল গাড়ি চালাং
ছৈ টানি দিয়া-
বাতাসও লাগেয়া আরো ভাওয়াইয়া গান গায়া, চেংরা-চেংরি দৌড়ি আসিল আঙ্গিনা দিয়া,
আমরা গাড়িয়াল মইষাল ভাইয়্যা॥

মুই আরে মুই গাড়ি চালাং পাকা রাস্তা দিয়া-
হায়রে, বাহের দ্যাশের গাড়িয়াল রে মুই ভাওয়াইয়া গান গায়া,
চিলমারী যাং ও মুই
গাড়ি সাজেয়া,
আমরা গাড়িয়াল মইষাল ভাইয়্যা॥