ছড়া

গগনে উঠিয়াছে চাঁদ ।। আব্দুল হাদী আল তাহমিদ

চাঁদ উঠিয়াছে গগনে,

খুশি আনন্দে আত্মহারা সবে মুসলমানে।

নবরুপে সেজেছে চাঁদ,

তাই দেখে বিশ্ব মুসলমানে আনন্দে আহ্লাদ।

নতুন চাঁদ পয়গাম নিয়ে এসেছে নব দিনের,

থাকিতে হবে সাওম মুসলমানের।

নেত্রপল্লব পরে নাকো আর,

অভিরুচি করে নব চাঁদের দিকে তাকাতে বারবার।

এই নব চাঁদ প্রভুর অনন্য সৃজন, শুভ্র নীলাকরে উঠে যখন,

তখনি আসে নতুন পয়গাম, হে সাওম তোমায় সালাম সালাম।