ছড়া

বোশেখ || হামীম রায়হান

এই যে বোশেখ আসল আবার
আনন্দেরি ঢালা
গ্রামে গ্রামে বসবে মেলা
হবে যাত্রাপালা।
পুতুল নাচের জমবে আসর
ঘুরবে নাগরদোলা
বায়োস্কোপে চোখ লাগালে-
সারা জগৎ খোলা।
টাট্টু ঘোড়া লাফিয়ে বেড়ায়
জমবে মোরগ লড়াই
নানা পদের মিষ্টি ভাজা
হচ্ছে গরম কড়াই।
দোকান জুড়ে নানান ফল
মধু মাখা স্বাদ
বোশেখ জাগায় নতুন আশা,
সব পুরাতন বাদ।