অণুগল্প

প্রতিবিম্ব || নির্ঝর মাহমুদ খান

ইদানীং নেট চালিয়ে ঘুমাতে একটু দেরি হয়ে যায়..
ক্রিং ক্রিং ক্রিং…
ফোন টা হাতে তুলে নিয়ে
নীলিমা বেস্ট ফ্রেন্ড.
-হ্যালো.. বল
– কই তুই..??
-বাসায় ঘুমাচ্ছি.
-এখনো..!!
-হুম।
-এই মূহূর্তে কলেজের সামনে আয়।
-এত সকালে আমি আসতে পারব না.?
-আসতে বলছি জলদি আয়.
-আচ্ছা আসতাছি.
-ফোন টিপে টিপে জিজ্ঞেস করলাম.
বল কি বলবি..??
-ফেইসবুক চালানো বন্ধ কর, তোর সঙ্গে গুরুত্বপূর্ণ কথা আছে।
-আচ্ছা বন্ধ করলাম, বল?
-বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে..
– তো আমি কি করব, তুই বিয়ে করবি।
– তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই না করলে কে করবে..??
– পারবনা..!!
-কি..?
-আচ্ছা বল।
-আমি একজন কে ভালবাসি..।
-তুই..হাহাহা
-দাঁত গোলা বন্ধ করে কথা শোন।
– বল।
-আমি যাকে ভালবাসি তাকে আমার কথা বলবি.।
– এখনো বলিসনি!!
-না!
-কেন??
-ভয়ে।
-আচ্ছা ছেলেটার নাম বল.? আমি গিয়ে বলে দেখি..।
-ছেলে টা আমার সামনে দাঁড়িয়ে আছে।
-কোথায়.??
-তুই..??

-আমি..!!!!
-হ্যাঁ..কেন তুই আমাকে ভালবাসিস না??
-বাসি..।
-তাহলে বলিসনি কেন..??
-ভয়ে. যদি আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়..।
-এখন বল..।
-আই লাভ ইউ..।
-এভাবে কেউ প্রপোজ করে..??
সিনেমা মতো করে বল.।
-তাহলে জড়িয়ে ধরে বলি..
আই লাভ ইউ উউউউউউউউ…..
-বাসায় গিয়ে তোর কথা বলি.।
-এমন ভাবে বলিস না, যাতে করে চিরদিনের জন্য তোদের বাসায় যাওয়া বন্ধ হয়ে যায়।