জানি তুমি নেবে না আমার খোঁজ
তবুও তোমার অপেক্ষায় থাকি রোজ।
০২.
তোমায় কাছে পেতে আমার
মন করে আনচান
চেয়ে দেখো তোমায় ছাড়া
মন ভেঙ্গে খান খান!
০৩.
বদলে যাবার হুজুগ; তবে
এমন বদল চাই না
যেই বদলে সাত দিনেতেও
তোমার দেখা পাই না।
০৪.
মেঘলা দিনে থাকলে তুমি পাশে
হয়তো আকাশ হাসবে না
সেখানে রোদ ভাসবে না
কিন্তু আমার হৃদয় ঠিকই হাসে।
০৫.
মনের ভেতর উঁকি দিয়ে
যাও হারিয়ে কোনখানে
এদিক-ওদিক খুঁজে ফিরি
তোমায় আমার মন টানে।
০৬.
তোমার কথা ভাবতে গেলেই
মনে লাগে ভয়
তোমার পিছু ঘুরে আমার
অন্য সকল কাজে আবার
হয় না পরাজয়!
০৭.
বলতে কী চাই বুঝেন না?
সব কিছু কী যায় বলা!
আটকে তখন যায় গলা
একটুখানি খুঁজেন না..
আপনার মন্তব্য লিখুন