অন্তর কথন

অনুকাব্য

বুকের মাঝে ফুল ফুটেছে
লাল গোলাপের হাসি
প্রেমের ঘ্রাণে মন বাগানে
বন্ধু তোমায় ভালোবাসি।