সত্যের জয়…
মিনহাজ উদ্দিন…
র্যাব কর্তার অডিও ভাষণ করিলে প্রচার,
মিথ্যেরা আজ বৃষ্টি দিনে খাইবে কি আচার?
মানবতা যাদের বিক্রি টাকার বিনিময়ে,
এসব বলে কি লাভ হবে ইনিয়ে বিনিয়ে?
বলতে হবে বজ্রকন্ঠে হুংকার দিয়ে জোড়ে,
মিথ্যেরা সব গুটিয়ে যাবে আস্ত কুঁড়েঘরে।
জ্বলতে হবে প্রকাশ্যতে মুক্তিযুদ্ধের মতো
প্রতিবাদ হবে অন্যায়ের হবে ঐক্যমত ও।
জ্বালাময়ী ভাষণ হবে বজ্রতার মতন,
নেতাহবে সেনা মোদের ওমরের গঠন।
সত্যটা বের হবে খামচে ধরেই মিথ্যের,
মিথ্যের পরাজয় লিখা আছে শত রক্তের।
আপনার মন্তব্য লিখুন