সত্যি কথাটা বলি, মেলায় যেতে, অটোগ্রাফ দিতে এখনো আমার সংকোচ হয়। গত দুই বছর একদিনও স্টলে বসিনি। হরিপদ যেবার বের হলো, প্রথমার স্টলের একটু দূরে পার্কের একটা বেঞ্চ ছিল। ওখানেই বসতাম। আড্ডা হতো বেশ।
গতবার এই সুবিধা পাইনি, প্রথমার স্টলের আশপাশে বসার কোনো ব্যবস্থা ছিল না। দাঁড়িয়ে থেকে হাঁপিয়ে যেতাম। এবার কী হবে জানি না। গতবারও বেশ কজন সঙ্গ দিয়েছিল বলে লজ্জা-সংকোচ আড়াল করতে পেরছিলাম।
এবারও মেলায় ৫-৬ দিন যাব। আপনারা এলে, একটু সঙ্গ দিলে আমার সংকোচ কেটে যায়।
(যারা বিরক্ত হচ্ছেন, তাদের এই উৎপাত আরও কদিন সহ্য করার অনুরোধ করছি)
রাজীব হাসান,লেখক ও ক্রীড়া সাংবাদিক।
আপনার মন্তব্য লিখুন