সাহিত্য বার্তা

২১শে বইমেলায় আসছে পরাগ ওয়াহিদের উপন্যাস “মৃত্যু ঘন্টা’

ব্যাক কভার থেকে : আন্তর্জাতিক গবেষণা থেকে অবসর নিয়ে নিজের দেশেই গবেষণা শুরু করেন সাইন্টিস্ট জুলফিকার আলী। সব কিছু বেশ স্থিতিশীল থাকা সত্ত্বেও চরম আকস্মিকতা এবং রহস্যময়তার মধ্য দিয়ে তিনি একদিন নিখোঁজ হয়ে যান। ক্লু হিসেবে নিখোঁজ স্থল থেকে পাওয়া যায় ভয়ংকর কিছু পায়ের ছাপ ।

দেশের প্রধাণ একজন বিজ্ঞানী নিখোঁজ হয়ে পড়ায় তোলপাড় শুরু হয় সারাদেশে। রহস্য সমাধানে নেমে পড়ে সাইন্টিস্ট সাহেবের ছাত্র সাইফুল্লাহ কায়েস। সঙ্গে যোগ দেয় কায়েসের খালাতো ভাই শামস। খুঁজে বের করতে হবে সাইন্টিস্টকে। খুঁজে বের করতে হবে সেই চরণযুগল। যার পদাঙ্ক থেকেই রহস্যের শুরু।

রহস্য কি কখনো থমকে দাঁড়াবে! কেউ কি কখনো শুনতে পাবে শত সহস্র বছরের পুরোনো সেই প্রতিধ্বনি! কেউ কি শুনতে পাবে মৃত্যুঘণ্টার শব্দ!

▣বই : মৃত্যুঘণ্টা
▣লেখক : পরাগ ওয়াহিদ
▣ ধরন : থ্রিলার
▣ প্রকাশনী : এক রঙ্গা এক ঘুড়ি প্রকাশনী
▣ প্রকাশক : Neel Sadhu
▣ প্রচ্ছদ: আইডিয়া- পরাগগ ওয়াহিদ, ইডিটিং -Riajul Islam Xulian
, লেটারিং- আবুল ফাতাহ মুন্না
▣ প্রকাশ কাল: অমর একুশে গ্রন্থমেলা ২০১৯