কবিতা

রোদ চিরদিন || নিশিকান্ত রায়

রোদ চিরদিন
– নিশিকান্ত রায়
বলে বলে ক্লান্ত হয়েছি খুব ;
তবুও চাঁদ এসে বসেছে আকাশে।
বারো মাসী নদী এসে জড়িয়ে রেখেছে মাটি।
বাড়ির উঠোন জুড়ে ফল ফুলের সাথে ভ্রমরের গান।
নীল মেঘ কবে এসে ছুঁয়ে গেছে বন, পাতার কোমল রঙ।
প্রজাপতি পাখায় পাখায় আলোর বিকেল ঝুলে আছে
কার্তিকের মাঠে।
দীপাবলীর টানে ছোট হয়ে দিন ফুঠে উঠোনে উঠোনে।
নতুন ধানের সাথে সুর নিয়ে চলে যায় পথ
শুধুই পথের মোড়ে প্রাণের উৎসবে
ছবির মতন টুকরো টুকরো রোদ চিরদিন।।