ছড়া

মহিউদ্দিন মহী’র রোহিঙ্গা বিষয়ক একগুচ্ছ ছড়া

রোহিঙ্গা বিষয়ক একগুচ্ছ ছড়া
-মহিউদ্দিন আল মহী


রোহিঙ্গা
চিং চং চোচিঙ্গা
মগ মারে নির্বিচারে
মুসলিম রোহিঙ্গা।


রক্তমাখা ঢেউ
নির্যাতিত রোহিঙ্গাদের
বাংলাদেশেই ঠাঁই,
বিশ্বে তাদের দেখার মতো
আর কী কেহ নাই?
পায়না জায়গা নিজের দেশে
বাপ দাদাদের ভিটায়,
ডাইনি সুচির বর্মী সেনা
ইচ্ছে মতো পিটায়।
কী যে হবে রোহিঙ্গাদের
বলতে পারো কেউ?
নাফের স্রোতে ভাসছে দেখো
রক্ত মাখা ঢেউ।


কান্না
রক্তে ভাসে আরাকান
রোহিঙ্গাদের মারছে দেখো
মিডিয়াতে সাড়া পান?
পান না?
দুচোখ দিয়ে আসছে শুধু
কান্না।


রক্তখিদা
রোহিঙ্গারাও মানুষ জাতি
গেছেন যারা ভুলে,
করুন চিন্তা সুষ্ঠু মাথায়
গোঁড়ামিটা খুলে।
ওদের পক্ষে বলতে কথা
যাদের মনে দ্বিধা লাগে,
আমরা জানি তাদের মনে
রক্ত পানের খিদা লাগে।
ডাইনি সুচির দালাল ওরা
ডাইনি সুচির দালাল,
আরাকানের গণহত্যা
ওদের কাছে হালাল।


মানবতার পক্ষে
রোহিঙ্গাদের কষ্ট দেখে
আগুন জ্বলে বক্ষে,
বিশ্ববাসি কথা বলুন
মানবতার পক্ষে।


পাপ
আরাকানে মানুষ খাচ্ছে
নোবেল জয়ী সাপ
পাপ।
রোহিঙ্গাদের মারছে দেখো
বিশ্ব দেয়না চাপ
পাপ।
রক্ত দিয়ে ভরছে দেখো
ওই যে নদী নাফ
পাপ।
পরিস্থিতি উন্নয়নের
যায়না দেখা ধাপ
পাপ।


সুচির হায়না রূপ
বুক ফাটিয়ে কাঁদছে শোনো
আরাকানের পিপল,
ঘুমায় তবু বিশ্ব সারা
মানবতাই বিফল।
রোহিঙ্গাদের মারছে দেখো
সোনার জীবন কাড়ছে দেখো
ক্যামনে থাকি চুপ?
সুচির হায়না রূপ।


হিংস্র রূপ
নাফের স্রোতে রক্ত ভাসে
ঘটনা কী সাধারণ?
হাজার হাজার মানুষ মারে
কেউ দিবেনা বাঁধা রণ?
লাশের মিছিল আরাকানে
বিশ্ব বিবেক চুপ,
মানবতার কসাই ওরা
হিংস্র ওদের রূপ।


করুণ দৃশ্য
বর্মী সেনা হিংস্র ভীষণ
মানুষ মারে পুড়িয়ে,
রোহিঙ্গাদের ঘর বাড়ি সব
দিচ্ছে ওরা গুঁড়িয়ে।
কী যে করুণ দৃশ্য এ
দেখছি শুধু বিস্ময়ে,
অনাচারের প্রতি কেন
হয়না কঠোর বিশ্ব এ?

লেখক: শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী।