ছড়া

পূজোর ছুটি || হামীম রায়হান

এলো পূজা, পূজোর ছুটি

মন মেলল পাখা দুটি
হবে কত মজা!
মণ্ডা মিঠাই হবে সাবার
হরেক রকম  কত খাবার
হবে তেলে ভাজা।

এদিক ওদিক ঘুরবো সবে
ঘরের কোণে কেউ না রবে
করবো প্রণাম মাকে,
নতুন নতুন জামার সাথে
আসবে সবাই দিনে রাতে
হাসবো সবাই ঝাঁকে।

করবে যে মা অসুর বদ
ছুটবে শুধু প্রেমের রথ
হবে মায়ের জয়,
মায়ের মুখে স্নেহের হাসি
জগৎ জুড়ে বাজে বাঁশি
নেই অসুরের ভয়।