স্টাফ রিপোর্টার:
সম্প্রতি কবি ও প্রবন্ধকার সুশান্ত কুমার রায় গবেষণা মূলক পত্রিকা ‘আমি অনন্যা’র সম্পাদকীয় পর্ষদের সদস্য মনোনীত হয়েছেন। “আমি অনন্যা” একটি গবেষণা মূলক পত্রিকা। পত্রিকাটি ১৯৭৭ সাল থেকে ভারতের ঝাড়খণ্ড প্রদেশের ধানবাদ হতে প্রকাশিত হয়ে আসছে।পত্রিকাটির প্রধান সম্পাদক ড. দীপক কুমার সেন।
পত্রিকাটিতে সাহিত্য সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক গবেষণা মূলক লেখা প্রকাশিত হয়ে থাকে।”আমি অনন্যা”র একটি কার্যকরী উপদেষ্টা ও সম্পাদকীয় পর্ষদ রয়েছে। উপদেষ্টা পর্ষদের সম্মানিত সদস্য হিসাবে এবার নির্বাচিত হয়েছেন ড. দিগম্বর দাশ গুপ্ত (কোলকাতা), ও ড. শুভলহ্মী ঘোষ বসু (কোলকাতা)।
‘আমি অনন্যা’র সম্পাদকীয় পর্ষদের সদস্য হিসাবে মনোনীত হয়েছেন বাংলাদেশের কবি ও প্রবন্ধকার সুশান্ত কুমার রায় এছাড়াও মনোনীত হয়েছেন বাদল ঘোষ (কানাডা), ড. সুদীপা দত্ত (বাংলাদেশ), রুমকী আনোয়ার (বাংলাদেশ), ড. রাহুল চট্টোপাধ্যায় (দক্ষিণ চব্বিশ পরগণা পশ্চিমবঙ্গ, ভারত)। সম্প্রতি পত্রিকাটির www.aamiananya.com/ নামে একটি ওয়েবসাইট চালু হয়েছে।
আপনার মন্তব্য লিখুন