ছড়া

দুষ্টুমিটা ছাড় || মজনু মিয়া

 

অনেক আদর ভালোবাসা
আমি তোকে দেবো,
বিনিময়ে তোর কাছেতে
ভালো স্বভাব নেবো।

যা চাস তুই এনে দেবো সব
এই কথাটা শোন,
ভালো হয়ে চলবি শুধু
দিয়ে তোর ঐ মন।

আকাশ থেকে চাঁদ নিবি তো
এনে দেবো তাও,
ভালো হওয়ার দিব্যি রইলো

কইলো রে তোর মাও।
__________________________
মজনু মিয়া
মির্জাপুর
টাংগাইল।
০১৭২৬০৩৯৮৭০