হৃদয় চুইয়ে এক ফোটা এক ফোটা জল পড়ে নয়নের পাতা ভিজে,
মুখের মলিনতা বলে দেয় তুমি ছিন্ন করেছো বাঁধন।
আমি পারিনি তোমায় আগলে রাখতে হৃদয়ে আমার ব্যর্থতা বুঝেছি, পারলে ক্ষমা করো।
মনে রেখেছি রাখবো তোমায় এপার ওপারেও হয়তো তুমি ভুলে যাবে।
আমার দুঃখের জীবন থেকে তোমাকে মুক্তি দিলাম আমার বিরহ্ আমার দুঃখ আমারই থাক,
তুমি সুখী হও দূরে থেকে দেখে যাবো নিয়তির কাঠ গড়ায় দ্বার করাবো না আর নিজেকে;আমি নিজেই অপরাধী। _____________________________________
মজনু মিয়া
মির্জাপুর
টাংগাইল
আপনার মন্তব্য লিখুন