আজ ফকীর-আমীরের অন্দরমহলে সাদা-কালো রাতের মহাসমাবেশ। সারেজাহানে একটাই চাঁদের হাট মোলায়েম উল্লাস ঝরে পড়ে অহর্নিশ। পাপিষ্ঠ এই তপ্ত মরুভূমির ধূলিকণায় ঝড়ের মতো অপ্রত্যাশিত ছিল বৃষ্টির আনাগোনা।
আজ অহমিকা বরফ গলা নদী ঝরনার মতো হাসি তার বুকে ঢেউ তোলে। ক্রোধেরা রাতের শিশির বিন্দু আলমকুলে স্নিগ্ধ প্রভাতের আলোয় হাস্যােজ্জ্বল। হিংসুটে মন আর খেলে না খুনসুঁটি লোভাতুর অন্তরালে খুঁজে পাই সাত্ত্বিক সুখ।
বিভেদের দিগন্ত জোড়া দেয়াল প্রেমের তোড়ে ভেঙ্গে পড়ে অনায়াসে। আমীর মুঠি মুঠি সাধ-আহ্লাদ বিলিয়ে দেয় পরম তৃপ্তির আঙিনায়। উত্তর-দক্ষিণের এক মেরুতে অবস্থান, ফকীর-আমীরের মিঠেকড়া প্রেম ছুটে চলে দিগ্বিদিক।
আপনার মন্তব্য লিখুন