আমার পৃথিবী দশ বাই বারো। এক জানালা আকাশ–
মুঠোয় ভরা বাতাস।
এক ধূসর সকাল ;
বিষন্ন দুপুরের আলসে মেজাজ ; একঘেঁয়েমিতে ভরপুর –
এক অবসাদগ্রস্থ জীবন। পালিয়ে যেতে ইচ্ছে করে মাঝে মাঝে মরে যেতে ইচ্ছে হয়; জীবন একটি সাগরের মতো
অথচ :
নিঃস্তরঙ্গ
নিথর ;
সেখানে তুমি নেই –
সেখানে আমি নেই !
সেখনে প্রবেশ পথ নেই
একটা চক্রব্যুহের মতো
আমি অভিমন্যু হতে পারিনি আমি নিশ্চিত মৃত্যু জেনেও সমুদ্রের অভিমুখে যেতে চাই সেখানে কোনো পাখির
গুঞ্জরণ নেই ;
লবনাক্ত গন্ধ নেই ;
তবুও —
এক জানালা আকাশ আছে
আমি দশ বাই বারোর পৃথিবীতে নক্ষত্রের পানে নির্নিমেষ চেয়ে থাকি ;
ধূসর সকাল
ম্রিয়মাণ বিকেল
এই সব ছেড়ে -হঠাৎ একটা
আলোর বিন্দুর মতো
সে এলো–
একরাশ বিদ্বেষ
বুক ভর্তি ঘৃণা
আর থুতু ছিটিয়ে
কোথায় যেন চলে গেল !
আমার পৃথিবী দশ বাই বারো
এক জানালা আকাশ
মুঠোয় ভরা বাতাস
আর অন্তহীন অন্ধকার
আমি তবুও বেঁচে আছি ;
আমার সব কথা কেমন
শব্দের দুর্বোধ্যতায় অর্থহীন হয়ে যায়।
একই পৃথিবীতে থেকে
তুমি ও আমি বিভিন্ন রাত্রির বিভিন্ন আকাশের দিকে অবস্থিত ।
উখরা: বর্ধমান:
পশ্চিম বাঙলা।
ভারত।
আপনার মন্তব্য লিখুন