রম্য গল্প

চটি || রেজাউল করিম

নামাজ শেষ করে বের হলাম।
ওমা! একি!! স্যান্ডেল গেলো কই??
বুঝলাম কোনো এক চোর আমার চটিজোড়া মেরে দিয়েছে!!
ভাবলাম, চটি নিয়ে লিখেছি বলেই হয়তো কেউ চটি চুরি করে তার প্রতিবাদ জানিয়েছে!!
.
কিন্তু এইটাও তেমন বিশ্বাসযোগ্য না।
কারণ আমার স্যান্ডেলের দিকে থাকালেই যে কারো চোখে জল আসতে বাধ্য!!
শেষবার যখন মুচির কাছে স্যান্ডেলজোড়া নিয়ে গিয়েছিলাম, উনি আমার দিকে পাক্কা পাঁচ মিনিট হা করে থাকানোর পর বলেছিলেন; ভাইরে! স্যান্ডেলগুলোরে তো মমি বানায় ফেলছেন!! এইখানে তো সূঁই ফুটানোর মতো জায়গাও আর অবশিষ্ট নাই!!
বেচারা স্যান্ডেলগুলারে এইবার রেহায় দেন!!
আপনার পায়ে পড়ি!!
লজ্জায় ফিরে আসার সময় একবার পিছনে ফিরে দেখি সেই মুচির চোখ বেয়ে নায়াগ্রা জলপ্রপাতের মতো অশ্রুর প্রস্রবণ ঝরছে!!
তবে এইটা বুঝলামনা সে কি আমার দারিদ্রের কথা ভেবে কান্না করছে নাকি স্যান্ডেলের মায়ায়??
.
কোনো পাষণ্ড হৃদয়ের মানুষ ছাড়া এই স্যান্ডেল কারো পক্ষে চুরি করা সম্ভব না!!
প্রায় আধাঘণ্টা ঠাঁই দাঁড়িয়ে থাকার পর মনে হলো, হিমু হয়ে যায়!! হিমুর তো খালি পা।
কিন্তু সমস্যা হচ্ছে গায়ে বেবি পিংক কালারের পাঞ্জাবী! যা হিমুর সাথে একেবারেই যায়না।
কি করি! কি করি!
ভাবনা সম্পূর্ণ হওয়ার আগেই হঠাৎ এক জোড়া নতুন স্যান্ডেল পায়ে গলিয়ে লম্বা লম্বা পা ফেলে দিলাম বাড়ির দিকে হাটা!!
১০/১২ পা সামনে আগাতেই
“ওই শালা! খাড়া কইতাছি খাড়া!” বলে পিছন হতে এক ভয়ংকর ডাক শোনা গেলো!
বুঝতে আর বাকি রইলোনা যে উনিই আমার পায়ে দেওয়া স্যান্ডেলের মালিক।
এইবার আর কোনো রিস্ক নিলাম না।
পিছনে না থাকিয়েই উসাইন বোল্টের মতো দিলাম এক ভৌ দৌড়।
কিন্তু বেশিদূর যেতে পারলামনা।
দৌড়াতে দেখে চোর ভেবে পাবলিক আমাকে ধরে গণধোলাই দিতে লাগলো!!
যতই বলি ভাইসব আমি চোর না, কবি!
হ্লারা বলে, কিয়ের কবি-টবি!! আগে ক কি চুরি করছোস মিয়া? একজন বললো, হ্লারে বাঁশডলা দে!! আর একজন বললো; মালুর পকেটে টাকা পয়সা কিছু আছে কিনা দেখ।
তারা পকেট হাতিয়ে শুধু দুইটা মার্বেল ছাড়া আর কিছুই পেলোনা।
তারপর শুরু হলো রামধোলাই!
.
.
জানোয়ার গুলো প্রচ্চুর মেরেছে আমাকে।
শেষে মরার ভং ধরে কোনোমতে রেহাই পেয়েছি! মরে গেছি মনে করে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে।
এখন চিটাগাং মেডিকেলের চারতলায় পঙ্গু বিভাগের ফ্লোরে শুয়ে ডেঙ্গু মশার কামড় খাচ্ছি!! কেউ চাইলে দুধ, পাউরুটি, কলা, কমলা নিয়ে আমাকে দেখে যেতে পারো।
মেয়েদের কিছুই আনতে হবেনা!! তোমরা খালি হাতেই এসো। বুঝলে??