আমার দেশের বুকের মাঝের
সবুজ শ্যামল ঘাসে,
মিশে যেন শহীদ সেনার
মুখের ছবি ভাসে,
নীল আকাশের ওই পতাকার
রক্তিম আলোয় হাসে,
মমতাময় বঙ্গ মাটি
কতই ভালবাসে
পুষ্পরাজির সুবাস হয়ে
বঙ্গ জুড়ে আসে,
দিবা-রাতি সঙ্গের সাথী
হয়ে বার মাসে।
পাখির গানের ছন্দ হয়ে
কৃষকের হাল্ চাষে,
মিশে থেকে আপন ভূমি
দ্যাখে অনায়াসে।
আমার তোমার এ বাঙালির
শহীদ সেনা ভাই,
স্বাধীন সোনার এ বাংলাদেশ
নয়ন ভরে চাই।
আপনার মন্তব্য লিখুন