বিজয় বিজয় জয়ধ্বনি
শহর হতে গাঁও,
উচ্চকণ্ঠে বিজয় সংগীত
গাইছে যখন গাও!
স্বাধীনদেশে আকাশপানে
উড়াই লাটাই ঘুড়ি,
বইছে দেখ পদ্মা,মেঘনায়
স্বাধীনতার তরী।
স্বাধীনদেশে নিত্যদিন-
উঠছে প্রভাত রবি,
কবি লেখেন গল্প,ছড়া
শিল্পী আঁকে ছবি।
স্বাধীনতা উল্লাসে মন
কত্তো নাচানাচি!
রুদ্ধ হতে মুক্ত পাখি
করছে ডাকাডাকি।
আপনার মন্তব্য লিখুন