কবিতা

তাই কি হয় || আবু আফজাল মোহাঃ সালেহ

শুধুই তুমি গোলাপ নেবে ?
এমনি এমনি সৌন্দর্য নেবে ?
একটু কাঁটার ছাপ নেবে না !
তাই কি হয়!
তাই কি হয়!

শুধুই তুমি মৃদু বাতাস নেবে ?
এমনি এমনি সুবাস নেবে ?
একুটু ঝড় নেবে না !
তাই কি হয় !
তাই কি হয় !

তুমি কি শুধুই প্রেম নেবে ?
এমনি এমনি বন্ধু নেবে?
একটু তিরস্কার, একটু জ্বালা নেবে না?
তাই কি হয় !
তাই কি হয় !