ভয় নেই তো মোর অন্তরে,
বাঙালি বীর বেশে থাকব সদা রণ প্রান্তরে ।
হয় হোক আমার রক্তের বান,
আমি তো বাঙালি মায়ের প্রান ।
আমি করব জয় ওরা ভ্রান্তরে
যতক্ষন প্রান থাকবে রণ প্রান্তরে ।
করে করুক যত কৌশল,
বলি জয় বাংলা ধ্বনি হবে রে অচল ।
শত্রুবাহিনী হার মানিবে যুগ-যুগান্তরে ,
আমি যুবক জলন্ত তেজ নিয়ে বাংলা করব শান্তরে ।
মেলান্দহ,জামালপুর ।
আপনার মন্তব্য লিখুন