কবিতা

একাত্ত‌রের অহঙ্কার || শ‌ফিকুল ইসলাম শ‌ফিক

পাক বা‌হিনীর বর্বরতা সই‌লো না‌ ভাই কা‌রো আর ম‌গের মুলুক‌ ক‌দিন থা‌কে- ক‌দিন র‌বে অ‌বিচার?

জুলুম-‌শোষণ ‌নিপীড়‌নে পিষ্ট ‌ছিলাম বা‌রেবার মাতৃভূ‌মি জ‌য়ের স্বপ্ন জাগ্রত এই জনতার।

দে‌শের জন্য মু‌ক্তি‌সেনা মানে না‌ সে কভু হার জ্ব‌ললো সাহস আগুন হ‌য়ে উঠ‌লো কেঁ‌পে হানাদার।

শপথ নি‌য়ে যু‌দ্ধে ‌গেল রক্ত নদী পারাপার
বাংলা মা‌য়ের সাক্ষী আ‌ছে একাত্ত‌রের অহঙ্কার। ____________________­_
কনইল, ভীমপুর, নওগাঁ।
বি. এ. (অনার্স) , এম. এ. (রা‌. ব‌ি.) safiqru2014@gmail.co­m

আপনার মন্তব্য লিখুন

Click here to post a comment