কবিতা

উন্মাদ || অরণ্য ইমতিয়াজ

আমি মানুষ আমি নই তো অতি ক্ষুদ্র
আমি উদ্যত এক বলীয়ান শিরে চির উন্নত,
রক্তপিপাসু চন্ডাল আমি
ভয়ংকর তান্ডবলীলায় রুদ্র।
আমি বজ্র, আমি প্রলয়ঙ্করী ঝড়
যত অন্যায় করি সব তছনছ,
আমি বন্য, আমি অনন্ত
ছুটে চলি মেরু থেকে মেরু আদি দিগন্ত।
আমি লৌহ, আমি ভাঙ্গি বাঁধার পাহার
রণহুঙ্কারে ছিড়ে ফেলি শেকলবদ্ধ কুসংস্কার,
আমি উন্মাদ, আম হিংস্র
হাহাহাহা কে করবে আমায় ক্ষান্ত।
আমি লোভ, আমি লালসা
কামনায় হই লিপ্ত
মম চিত্তে করি নৃত্য।
আমি ভেসে চলি বিপরীত স্রোতে
আমি মেলাই না হাত অনিয়মের সাথে
লজ্জায় মুখ লুকাই মিথ্যে মেকি সমাজে।
মৃত্যু যে একদিন হানিবেই মোরে
মিছে কেন ডরাইব তারে,
ভয়হীন পাখী আমি
মেলে দেই ডানা ঐ আকাশে।
আমি মানুষ আমি নই তো অতি ক্ষুদ্র
মেনে নেব কেন ভ্রান্ত অমরত্ব
আমি চির উন্নত, চির উন্নত।