আমরা স্বাধীন নইকো অধীন
পেলাম আত্মপরিচয়
মাথা উঁচু করে আছি
গর্ব সারা বিশ্বময়।
রক্ত সাগর পাড়ি দিয়ে
পেলাম একটি পতাকা
লাল সবুজের বিজয় নিশান
বুকে ছবি তার আঁকা।
জয় করেছি এ দেশটাকে
আমরা স্বাধীন নাগরিক
প্রাণে প্রাণে শান্তি জোয়ার
সুখের পরশ চারিদিক।
অনেক ত্যাগের বিনিময়ে
পেলাম একটি স্বাধীন দেশ
জীবন বাজী রাখব তবু
রাখব সুখী পরিবেশ।
____________________
কনইল, ভীমপুর, নওগাঁ।
বি. এ. (অনার্স) , এম. এ. (রা. বি.) [email protected]m
আপনার মন্তব্য লিখুন