প্রেম সম্ভোগে আমি ঘোরতর শান্তি বিদ্বেষী
উথাল পাতাল ঢেউ,খরস্রোতা নদের মতো
ভাসাবে, ডুবাবে ; তলিয়ে আবার জেগে উঠবে।
জ্বলন্ত অগ্নিগর্ভে তপ্ত উনন আঁচে গড়িয়ে পড়া লাভায় ভাসাবে বেলাভুমি।
সব তোলপাড়, লন্ডভন্ড কেবল বাতাসের দাপাদাপি।
কিছু প্রেম জেগে থাক ভাবে।
বাকীটা দ্রোহে।
কাম কি কখনো স্নিগ্ধ-শান্ত!
সে বুঝে ঝড় লাগুক আগুন।
তাই আমি কাম সম্ভোগে ঘোরতর শান্তি বিদ্ধেষী।
প্রেম দেখে সৌম্যশান্ত তারা ভরা রাত,
হাতে থাক হাত।
কাম বলে দ্রোহকে লাগুক তাতে আগুনের তাত।
প্রেম সে রাজনৈতিক নেতা
এনিয়ে বিনিয়ে কামের ক্রুশ আঁকা।
তবুও কিছু প্রেম সৌম্যে স্নিগ্ধে ঢাকা।
মিরপুর,ঢাকা
আপনার মন্তব্য লিখুন