কবিতা

তুমি চাইলেই পারবনা || অরণ্য ইমতিয়াজ

তুমি চাইলেই পারব না এনে দিতে
আকাশের ঐ চাঁদ তাঁরা,
তুমি চাইলে পারব লিখে দিতে
একটি মিষ্টি প্রেমের কবিতা।
তুমি চাইলেই পারব না পাড়ি দিতে
ভূমধ্যসাগর আটলান্টিকা,
তুমি চাইলে পারব হেটে যেতে
সহস্র মাইল আমি একা।
তুমি চাইলেই পারব না মুছে দিতে
তোমার সকল যন্ত্রণা ব্যথা,
তুমি চাইলে পারব এঁকে দিতে
তোমার ঠোঁটে মিষ্টি হাসির রেখা।
তুমি চাইলেই পারব না গড়ে দিতে
বিলাসবহুল গাড়ী অট্টালিকা,
তুমি চাইলে পারব দিতে শ্যামলে ঢাকা
ছোট্ট কুঁড়েঘর ফুলের আঙ্গিনা।