ছড়া

ভ্রষ্ট মানবতা || রাফসান কবির রাসেল

আমি গান শুনি বেদনার গান,
শিহরিত হৃদে সামান্য প্রাণ।
সমাজে বেড়েছে দেখ অন্যায়,
সবে মুখ গুঁজে সদা ভয় পায়।

প্রতিবাদী নয় সবে দেখ দাসী,
কষ্ট সয়েও তো মুখ ভরা হাসি।
মানবতা যেন হয় কোরবান,
আমি গান শুনি বেদনার গান।

বৃদ্ধ মা বাবা থাকে অনাহারে,
কখনো অন্ন খুঁজে দ্বারে দ্বারে।
আদরের ছেলে করে অবহেলা,
কী নিষ্ঠুর এ নিয়তির খেলা!

বৃদ্ধ বয়সে হয় অপমান,
আমি গান শুনি বেদনার গান।
মানবতা আজ নয় জাগ্রত,
তাইতো মানব মনে কত ক্ষত।

মিথ্যা এ মোহ হবে কি লুপ্ত?
নতুবা সত্য হবে যে গুপ্ত!
মানবতা হৃদে পাবে কি স্থান?
নাকি শুনে যাব বেদনার গান!